ঢাকার সাভারে বন্ধুর জন্মদিনের আমন্ত্রণে গিয়ে এক নারী পোশাক শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের সাভার মডেল থানা থেকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর রাতে বন্ধুর জন্মিদন পালনে যান তিনি। আসামিরা এসে তার বন্ধুদের মারধর করে সেখান থেকে বের করে দেয়। ওই নারীকে আটকে রাখে আসামিরা। পরে তাকে ধর্ষণ করা হয়।
এদিকে শনিবার রাতে সাভারের ঢাকার সাভারে পোশাক কারখানার শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে সাভারের কলমা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- কলমা এলাকার সাজ্জাদ হোসেন (২৩), রাজু আহমেদ (২২), রনি গাজী (১৮) ও সজিব মিয়া (২৩)। সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ওই নারী সাভার মডেল থানায় একটি মামলা করেছেন। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।