বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বন্ধ হয়নি ৭০ অবৈধ ইটভাটা হুমকির মুখে পরিবেশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

বন্ধ হয়নি ৭০ অবৈধ ইটভাটা হুমকির মুখে পরিবেশ

ধামরাইয়ে অবৈধ ভাটায় পুড়ছে ইট

ঢাকার ধামরাইয়ে গড়ে ওঠা ৭০টি অবৈধ ইটভাটা কোনোভাবেই বন্ধ করতে পারছে না প্রশাসন। ভাটাগুলো বন্ধে হাই কোর্টের কঠোর নির্দেশ থাকলেও মালিকরা তা মানছেন না। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। স্থানীয়রা বলছেন, অবৈধ এসব ইটভাটার ব্যাপারে উপজেলা প্রশাসনের তেমন নজরদারি না থাকায় মালিকরা ভাটাগুলো চালাতে সাহস পাচ্ছেন। দ্রুত এসব ইটভাটা বন্ধের দাবি জানান তারা। জানা যায়, ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে ধামরাইয়ে। এ বছরও প্রায় ১৮১টি ইটভাটা চলমান আছে। এর মধ্যে ৭০টি ভাটার কোনো কাগজপত্রই নেই বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ধামরাইয়ে প্রায় ৭০টি ইটভাটার বৈধ কোনো কাগজপত্র নেই। তাই এসব ভাটা অবৈধ। আর ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে পারবে না। সরেজমিনে দেখা গেছে, প্রশাসনের চোখের সামনেই অবৈধ ইটভাটাগুলো চলছে। ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুতই অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর