রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অভিনব কায়দায় প্রতারণা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অনলাইনে পণ্য কিনতে গিয়ে ডেলিভারিম্যানের প্রতারণার শিকার হয়েছেন শিক্ষার্থী ও কিশোরীসহ কয়েক নারী। অভিনব কায়দায় ওই নারীদের মোবাইল ফোন থেকে তথ্য ও ছবি সংগ্রহ করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করা হয়। এ অভিযোগে দারাজের এক ডেলিভারিম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ এ তথ্য জানিয়েছেন। এ সময় সহকারী কমিশনার ফাহিম আসজাদ ও আসাদুজ্জামান এবং সদর থানার ওসি জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতের নাম মিজানুর রহমান ওরফে আল-আমিন (২২)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার চরগাঁওকোড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর জেলা শহরের রথখোলা এলাকার স্বপনের বাসায় ভাড়া থেকে দারাজের ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ বলেন, গাজীপুর শহর এলাকার হাশেম নামে এক ব্যক্তি অভিযোগ করেন। যে, তার মেয়ে অনন্যা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার সঙ্গে প্রতারণা করেছে।

কয়েক দিন আগে অনন্যা অনলাইনে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান দারাজ  থেকে ম্যাজিক বক্স কেনার অর্ডার করেন। ৫ ফেব্রুয়ারি দারাজের ডেলিভারিম্যান মিজানুর রহমান মোবাইল ফোনে অনন্যার সঙ্গে যোগাযোগ করে বাসায় এসে দিয়ে যায়। এ সময় তিনি গুগল লোকেশন অ্যাড করার কথা বলে অনন্যার মোবাইলটি হাতে নেন। পরে অনন্যার কিছু আপত্তিকর ছবি দারাজের ওই ডেলিভারিম্যান বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে অনন্যা আক্তারের ছবি ভাইরাল করার হুমকি দেন তিনি। এতে তার মেয়ে লোক লজ্জার ভয়ে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পড়ালেখা বন্ধ করে দিয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালায়। ফলে ভুক্তভোগী পরিবারটি এক সপ্তাহ ধরে দুর্বিষহ সময় পার করছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ডেলিভারিম্যান মিজানুর রহমান ওরফে আল-আমিনকে (২২) শুক্রবার দিবাগত রাতে জয়দেবপুর রথখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজান নিজের অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গতকাল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে জামালপুরে একটি হত্যা মামলা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর