মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ট্রেনে গলা কাটা হরিণ

ঘটনা তদন্ত দুটি কমিটি গঠন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি গলা কাটা হরিণ ট্রেন থেকে উদ্ধারের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি করেছে রেলওয়ে, অন্যটি বন বিভাগ। ২৬ ফেব্রুয়ারি রেলওয়ের কুলাউড়া সেকশনের টিআই মোহম্মদ তৌফিকুল আজিমকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে স্বল্প সময়ের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ঢাকা কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্রকে প্রধান করে বন বিভাগ থেকে দুই সদস্যর একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে বিভাগীয় বন কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে এই ঘটনায় ২৩ ফেব্রুয়ারি লাউয়াছড়া বিট কর্মকর্তা আনিসুজ্জামান শ্রীমঙ্গল জিআরপি থানায় একটি জিডি করেন।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি কয়েক যুবক লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে একটি গলা কাটা হরিণ ঝুলিয়ে নিয়ে যাওয়ার ছবি ফেসবুকে ভাইরাল। প্রথম যুবকের হাতে ছিল একটি ছুরি। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে দাঁড়ানো ছিল। ট্রেনটি শ্রীমঙ্গল রেল স্টেশনে এলে রেলওয়ে থানার পুলিশ ট্রেনের ইঞ্জিন রুম থেকে বস্তাবন্দি অবস্থায় হরিণটি উদ্ধার করে। 

সর্বশেষ খবর