দিনাজপুরের বীরগঞ্জে ইঁদুর মারা বিষপানে আকৃতি রানি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আকৃতি রানি বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামের অশেষ রায়ের মেয়ে। মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।