নারায়ণগঞ্জে নূরজাহান (৪৮) নামে এক নারীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে। নূরজাহান স্থানীয় রমজান মোল্লার স্ত্রী।
স্বজন ও এলাকাবাসী জানায়, নিহতের স্বামী ও ছেলে কাজের জন্য বাইরে ছিল। ছেলের স্ত্রী গিয়েছিল এসএসসি পরীক্ষা দিতে। এ সময় নূরজাহানের বাসা থেকে পোড়া গন্ধ ছড়ায়। প্রতিবেশীরা এসে দেখেন রান্নাঘরে রান্না বসানো কিন্তু কেউ নেই। পরে ঘরে হাত-পায়ের রগ কাটা ও কপালে আঘাতসহ নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি অনিচুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।