বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

আমের কেজি দুই টাকা

নাটোর প্রতিনিধি

আমের কেজি দুই টাকা

বস্তাভর্তি কাঁচা আম তোলা হচ্ছে ট্রাকে

নাটোরের লালপুরে ঝড়ে বাগানের শত শত মণ আম ঝরে পড়েছে। সেই আম পাড়া-গ্রামে ও পাইকারি বাজারে দুই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে হতাশ আমচাষিরা। লালপুর উপজেলার দুড়দুড়ীয়া, মনিহারপুর, গ-বিল, বেরিলাবাড়ি এলাকার বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা বাগান, গ্রাম ও বাজার থেকে প্রতি কেজি ঝরেপড়া আম কিনছেন দুই টাকা কেজি দরে। এসব আম বস্তাভর্তি করে জড়ো করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এগুলো দেশের বিভিন্ন জেলায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন তারা। আম ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, গতকাল প্রায় ৫০০ বস্তা আম কিনেছেন। খরচসহ এসব আমের দাম পড়েছে প্রায় ১০০ টাকা মণ। কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, চলিত মৌসুমে বাগানগুলোতে ব্যাপক মুকুল এসেছিল। এখনো গাছে যে আম আছে, চাষিরা সঠিকভাবে সেগুলোর যত্ন নিলে ক্ষতি কাটিয়ে উঠবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর