শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ইতালিতে

গাজীপুর প্রতিনিধি

আমাদের দেশের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের পর্যাপ্ত শিক্ষার সুযোগ করে দিতে পারলে তারাই হবেন দক্ষ জনবল। তাদের দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে কোর্স চালু করা হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার ইতালিতে বাউবির শিক্ষা কার্যক্রম (নিশ-২) এসএসসি, এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রাম চালুর উদ্বোধন করে বৃহস্পতিবার অনলাইনে মতবিনিময় সভায় এ কথা বলেন। উপাচার্য জানান, বাউবির বিভিন্ন প্রোগ্রাম দক্ষিণ কোরিয়া থেকে শুরু হয়েছিল যা কভিড-১৯ এর কারণে কিছুটা বিঘিœত হলেও পুনরায় তা সফলভাবে নিয়ে আসতে পেরেছি। প্রবাসে যারা পরিবার নিয়ে বসবাস করেন তাদের সন্তানদের বাংলা সংস্কৃতির সংস্পর্শে রাখা এবং তাদের জন্য দেশীয় সংস্কৃতি চর্চা ও বিকাশের সুযোগ সৃষ্টি কথা জোর দিয়ে উল্লেখ করেন তিনি। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ ফ ম মেজবাহ উদ্দিন গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার যে রূপকল্প হাতে নিয়েছেন সেখানেও প্রবাসীরা মুখ্য ভূমিকা পালন করবেন, প্রকৃত পক্ষে এটাই হবে আমাদের অর্জন। এ জন্য আমাদের প্রোগ্রাম ইউরোপ ও উত্তর আমেরিকায় সম্প্রসারণে কাজ করছি। সভায় ইতালিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামিম আহসান বলেন, ইউরোপের মধ্যে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। অনেকে পড়াশোনা শেষ না করেই বিদেশ পাড়ি জমান। এরকম প্রবাসীরা বাউবির নিশ-২ প্রোগ্রামের মাধ্যমে ডিগ্রি অর্জন করে জীবনমান উন্নত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সর্বশেষ খবর