বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ০০:০০ টা

নিখোঁজ ‘পাঠাও’ চালকের লাশ তুরাগ নদ থেকে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর থেকে নিখোঁজের পরের দিন ‘পাঠাও’ চালক এক যুবকের লাশ তুরাগ নদের আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। পূর্ব বিরোধের জেরে তাকে ডেকে নিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ করছেন নিহতের পরিবার। গতকাল এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। নিহতের নাম মো. রিফাত (২০)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন এরশাদ নগরের মো. ফারুকের ছেলে। নিহতের পরিবার জানায়, রিফাত ‘পাঠাও’-এর মোটরসাইকেল চালাত। সোমবার বিকালে তাকে বাসা থেকে ডেকে মোটরসাইকেলযোগে নিয়ে যায় একই এলাকার আবদুর রশিদের ছেলে তাইজুল কাজল ও খোকন ওরফে খোকার ছেলে সোহাগ। এরপর নিখোঁজ হয় রিফাত। ওই দুই যুবকের কাছে রিফাতের খোঁজ জানতে চাইলে তারা টালবাহানা করতে থাকে। গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, বিষয়টি পুলিশকে জানানো হলে জিপিএস ট্র্যাকিং করে রাত দেড়টার দিকে রিফাতের ব্যবহৃত মোটরসাইকেল তুরাগ নদের পলাশোনা খেয়াঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে নৌ পুলিশ ও ডুবুরি দল তুরাগ নদে তল্লাশি শুরু করে। মঙ্গলবার বিকালে নদের ভাটিতে আশুলিয়া থানার রৌদ্রপুর এলাকা হতে রিফাতের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর