অদক্ষ হাতে কোরবানির চামড়া ছাড়ানোয় পাবনায় সহস্রাধিক ছাগলের চামড়া নষ্ট হয়ে গেছে। ঈদের দিন বিকাল থেকে শহরের আড়তের মূল্যহীন এসব চামড়া পৌরসভার মাধ্যমে ভাগাড়ে পাঠিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, ঈদুল আজহার দিনে জেলার বিভিন্ন স্থান থেকে মৌসুমি ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া কিনেছেন। বিকাল থেকে ভোরঅবধি সেসব গড় হিসেবে চামড়া কিনেছেন আড়ত মালিকেরা। সেগুলো বাছাই করার পর তাতে একাধিক কাটা ছেঁড়ার কারণে বিক্রি উপযোগী না থাকায় তা ফেলে দিতে বাধ্য হয়েছেন তারা। এ জেলার চামড়া ব্যবসায়ী আবদুল হান্নান মিলন বলেন, বাজারমূল্য কমে যাওয়ায় কোরবানির পশুর চামড়া ছাড়ানোয় যত্ন নেই কারও। অদক্ষ হাতে টানা হেঁচড়া করে চামড়া ছিঁড়ে ফেলেছে অনেকেই। ছাগলের চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে বিক্রি উপযোগী করতে খরচ হয় প্রায় ৩০০ টাকা। কিন্তু এই ছেড়া চামড়া বিক্রি করে ১০ টাকাও পাওয়া যাবে কি না সন্দেহ। এ কারণে আমরা তা ফেলে দিচ্ছি। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি নষ্ট হচ্ছে বিপুল অঙ্কের রাষ্ট্রীয় সম্পদ। তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়ার টাকা গরিবের হক। অসতর্কতা ও অযতেœর কারণে কোরবানির পশুর মালিকেরাও কম টাকা পাচ্ছেন। এক্ষেত্রে জনসাধারণের সচেতনতার পাশাপাশি প্রশাসনিক নজরদারিও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ব্যবসায়ী শাহিন হোসেন বলেন, ঢাকার সিন্ডিকেট চামড়া ব্যবসায়ীদের কারণে দাম কমে গেছে। তারা কারসাজি করে পাবনার অনেক চামড়া ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ করেনি। এতে পাবনার চামড়া ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পথে বসেছেন।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা