অদক্ষ হাতে কোরবানির চামড়া ছাড়ানোয় পাবনায় সহস্রাধিক ছাগলের চামড়া নষ্ট হয়ে গেছে। ঈদের দিন বিকাল থেকে শহরের আড়তের মূল্যহীন এসব চামড়া পৌরসভার মাধ্যমে ভাগাড়ে পাঠিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, ঈদুল আজহার দিনে জেলার বিভিন্ন স্থান থেকে মৌসুমি ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া কিনেছেন। বিকাল থেকে ভোরঅবধি সেসব গড় হিসেবে চামড়া কিনেছেন আড়ত মালিকেরা। সেগুলো বাছাই করার পর তাতে একাধিক কাটা ছেঁড়ার কারণে বিক্রি উপযোগী না থাকায় তা ফেলে দিতে বাধ্য হয়েছেন তারা। এ জেলার চামড়া ব্যবসায়ী আবদুল হান্নান মিলন বলেন, বাজারমূল্য কমে যাওয়ায় কোরবানির পশুর চামড়া ছাড়ানোয় যত্ন নেই কারও। অদক্ষ হাতে টানা হেঁচড়া করে চামড়া ছিঁড়ে ফেলেছে অনেকেই। ছাগলের চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে বিক্রি উপযোগী করতে খরচ হয় প্রায় ৩০০ টাকা। কিন্তু এই ছেড়া চামড়া বিক্রি করে ১০ টাকাও পাওয়া যাবে কি না সন্দেহ। এ কারণে আমরা তা ফেলে দিচ্ছি। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি নষ্ট হচ্ছে বিপুল অঙ্কের রাষ্ট্রীয় সম্পদ। তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়ার টাকা গরিবের হক। অসতর্কতা ও অযতেœর কারণে কোরবানির পশুর মালিকেরাও কম টাকা পাচ্ছেন। এক্ষেত্রে জনসাধারণের সচেতনতার পাশাপাশি প্রশাসনিক নজরদারিও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ব্যবসায়ী শাহিন হোসেন বলেন, ঢাকার সিন্ডিকেট চামড়া ব্যবসায়ীদের কারণে দাম কমে গেছে। তারা কারসাজি করে পাবনার অনেক চামড়া ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ করেনি। এতে পাবনার চামড়া ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পথে বসেছেন।
শিরোনাম
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
পাবনায় ছাগলের চামড়া ভাগাড়ে
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর