শেরপুর ও রাজবাড়ীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর- শেরপুর : শেরপুরে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা হলো ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ছেলে ছানোয়ার হোসেন (১৭ মাস) ও বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে তাকবির (১৮ মাস)। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে ছানোয়ারের মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ছানোয়ার বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। একই দিন দুপুরে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায় আরেক শিশু তাকবির। রাজবাড়ী : বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামে গতকাল সকালে ডোবা থেকে রাহাত (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। রাহাত একই গ্রামের শিমুল শেখের ছেলে।