কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর ওপর নির্মিত দুটি বাঁশের সাঁকো ভেঙে গেছে। এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় হাজার হাজার মানুষ। সাঁকো দুটি ভেঙে যাওয়ার দুই মাস পেরিয়ে গেলেও সংস্কার না হওয়ায় চরম বিপাকে পড়েছেন মানুষ। স্বাধীনতার ৫২ বছরেও বারোমাসিয়া নদীতে সেতু নির্মাণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরা। যুগের পর যুগ স্থানীয়রা নিজস্ব উদ্যোগে সাঁকো দুটি মেরামত করে চলাচল উপযোগী করছেন। সরেজমিন দেখা যায়, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিষামত শিমুলবাড়ী এলাকায় নবিউরের ঘাটে প্রায় ২০০ ফুট লম্বা সাঁকোর বড় অংশ ভাঙা। দেড় থেকে দুই মাস আগে এ সাঁকোটি ভেঙে যাওয়ার পর স্থানীয়দের নদী পারাপারে দুর্ভোগ নেমে আসে। অনেকে বুকপানি সাঁতরে নদী পার হচ্ছেন। স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম নিজ উদ্যোগে কিছু বাঁশ সংগ্রহ করে সাঁকোটি মেরামতের উদ্যোগ নেন। কিন্তু অর্থের অভাবে মেরামত কাজ বন্ধ রয়েছে। রাশেদুল ইসলাম বলেন, ভাঙা সাঁকো দ্রুত মেরামতের জন্য আমরা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছি। অন্যদিকে, পশ্চিমফুলমতি বারোমাসিয়া নদীর ওপর নির্মিত সাঁকোটি ভেঙে পড়েছে আড়াই মাস আগে। এতে সেখানকার বাসিন্দারাও পড়েছেন বিপাকে। সাঁকো মেরামত না করায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থীরা ডিঙি নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পার হলেও তাদের কষ্টের সীমা নেই। পশ্চিমফুলমতি এলাকার ইব্রাহিম আলী, সিদ্দিক মিয়া ও মজিবর রহমান জানান, বারোমাসিয়া নদী ধরলার একটি উপশাখা। যা সরাসরি ভারত থেকে প্রবেশ করে উপজেলার মূল ধরলা নদীতে এসে মিশেছে। এই উপশাখা নদীর ওপর দুটি বাঁশের সাঁকো রয়েছে। প্রতি বছর আমরা নিজেদের উদ্যোগে সাঁকো মেরামত করে পারাপারের উপযোগী করি। তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও এ নদীর ওপর সরকারিভাবে কোনো সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। এভাবে সাঁকো দিয়ে পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার ওপর সেটি ভেঙে গেছে। এখন আমরা সাধারণ মানুষ কীভাবে যাতায়াত করব। ফুলবাড়ীর ইউএনও শিব্বির আহমেদ বলেন, দ্রুততম সময়ে যাতে নদীর ওপর সাঁকো দুটি মেরামত করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
ভেঙে গেছে দুটি বাঁশের সাঁকো
দীর্ঘদিনেও মেরামত হয়নি ► নদী পারাপারে ভোগান্তি
খন্দকার একরামুল হক সম্র্রাট, কুড়িগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর