ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চিকিৎসাসেবায় একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পাঁচ ইউনিয়ন, একটি পৌরসভা, সদর ও বিজয়নগর উপজেলার আংশিকসহ ২ লক্ষাধিক মানুষ চিকিৎসা নেন এখানে। প্রতিদিন গড়ে ৫০০-৫৫০ জন রোগী সেবা নিতে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার প্রায় চার দশক হলে এখনো চালু হয়নি অপারেশন থিয়েটার (ওটি)। দেড় যুগের বেশি সময় ধরে নষ্ট রয়েছে এক্সরে মিশনটি। চিকিৎসক ও জনবল সংকটের কারণে অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। জানা যায়, ১৯৮৪ সালে ৩১ শয্যাবিশিষ্ট আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়। ২০১৭ সালে একটি তিনতলা আধুনিক ভবন নির্মাণ করে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক-নার্সসহ অন্য লোকবল। আন্তবিভাগ ও বহির্বিভাগে জনবল সংকটের কারণে সাধারণ চিকিৎসা ছাড়া অন্য কোনো সেবা দেওয়া হয় না। এক্সরে যন্ত্রটি নষ্ট। সার্জারি ও অ্যানেসথেসিয়া চিকিৎসক পদায়ন না থাকায় অপারেশন থিয়েটার (ওটি) চালু করা যাচ্ছে না। নাছিমা নামে এক রোগী বলেন, কিছু হলেই আমাদের জেলা সদরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে যেতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা না থাকায় সামান্য চেকআপ করাতেও সদর ছাড়া বিকল্প নেই। আখাউড়া স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, দেড় বছর হলো এখানে যোগদান করেছি। এরপর হাসপাতালে অনেকগুলো সার্ভিস চালু করেছি। শিগগিরই এক্সরে সার্ভিস চালু করতে পারব। আশা করি, দ্রুত অপারেশন সার্ভিসও শুরু করা যাবে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা