ঠান্ডায় কাঁপছে হবিগঞ্জ শহরসহ আশপাশের উপজেলা। এক সপ্তাহ ধরে দেখা মিলছে না রোদের। শীত বাড়ায় দিন দিন জেলা সদর আধুনিক হাসপাতালে বাড়ছে ঠান্ডার রোগী। আক্রান্তদের মধ্যে বেশির ভাগ শিশু ও বৃদ্ধ। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স-ডাক্তারদের। শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ তাদের। জানা যায়, ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে শিশুদের জন্য ৫০টি শয্যা থাকলেও বর্তমানে শতাধিক শিশু রোগী রয়েছে। এর বেশির ভাগই ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। গত এক সপ্তাহে ভর্তি হয়েছে সাড়ে তিন শতাধিক শিশু। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সবশেষ গতকাল বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩৫ শিশু। এ ছাড়া শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে অনেক বয়স্ক নারী-পুরুষ ভর্তি হচ্ছেন হাসপাতালে। সরেজমিন দেখা যায়, শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। শয্যা থেকে শুরু করে মেঝেতে কাপড় দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে শিশুদের। দায়িত্বরত নার্সরা জানান, শিশুদের মধ্যে অধিকাংশ জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, শাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। ওয়ার্ডের শয্যার চেয়ে অধিক সংখ্যক রোগী থাকায় আমাদের যেমন চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তেমনি রোগীদেরও কষ্ট হচ্ছে। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেককে মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। রহিমা খাতুন নামে এক বৃদ্ধা জানান, আমার নাতনিকে ঠান্ডার রোগ নিয়ে হাসপাতালে ভর্তি করেছি। তাকে দেখতেই এসেছি আমি। রোজিনা আক্তার নামে একজন জানান, আমার নবজাতক সন্তান ঠান্ডায় আক্রান্ত। ডাক্তার তাকে ভর্তি দিয়েছেন। আরেক অভিভাবক মরিয়ম আক্তার বলেন, আমার বাচ্চার জ্বর থাকায় হাসপাতালে এনেছি। মেঝেতেই তার চিকিৎসা দেওয়া হচ্ছে। শাহেদা খাতুন নামে এক নারী জানান, শিশু ওয়ার্ডে অনেক রোগী। সময়মতো ডাক্তার নার্স পাওয়া যায় না। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার বলেন, এক সপ্তাহ ধরে প্রচন্ড শীত পড়ছে। এ কারণে শিশু-বৃদ্ধরা ঠান্ডা রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। এই ঠান্ডায় শিশুদের প্রতি আলাদাভাবে অভিভাবকদের যত্নশীল হওয়ার অনুরোধ করেন তিনি।
শিরোনাম
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণ শিশু রোগী
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর