ঠান্ডায় কাঁপছে হবিগঞ্জ শহরসহ আশপাশের উপজেলা। এক সপ্তাহ ধরে দেখা মিলছে না রোদের। শীত বাড়ায় দিন দিন জেলা সদর আধুনিক হাসপাতালে বাড়ছে ঠান্ডার রোগী। আক্রান্তদের মধ্যে বেশির ভাগ শিশু ও বৃদ্ধ। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স-ডাক্তারদের। শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ তাদের। জানা যায়, ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে শিশুদের জন্য ৫০টি শয্যা থাকলেও বর্তমানে শতাধিক শিশু রোগী রয়েছে। এর বেশির ভাগই ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। গত এক সপ্তাহে ভর্তি হয়েছে সাড়ে তিন শতাধিক শিশু। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সবশেষ গতকাল বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩৫ শিশু। এ ছাড়া শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে অনেক বয়স্ক নারী-পুরুষ ভর্তি হচ্ছেন হাসপাতালে। সরেজমিন দেখা যায়, শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। শয্যা থেকে শুরু করে মেঝেতে কাপড় দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে শিশুদের। দায়িত্বরত নার্সরা জানান, শিশুদের মধ্যে অধিকাংশ জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, শাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। ওয়ার্ডের শয্যার চেয়ে অধিক সংখ্যক রোগী থাকায় আমাদের যেমন চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তেমনি রোগীদেরও কষ্ট হচ্ছে। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেককে মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। রহিমা খাতুন নামে এক বৃদ্ধা জানান, আমার নাতনিকে ঠান্ডার রোগ নিয়ে হাসপাতালে ভর্তি করেছি। তাকে দেখতেই এসেছি আমি। রোজিনা আক্তার নামে একজন জানান, আমার নবজাতক সন্তান ঠান্ডায় আক্রান্ত। ডাক্তার তাকে ভর্তি দিয়েছেন। আরেক অভিভাবক মরিয়ম আক্তার বলেন, আমার বাচ্চার জ্বর থাকায় হাসপাতালে এনেছি। মেঝেতেই তার চিকিৎসা দেওয়া হচ্ছে। শাহেদা খাতুন নামে এক নারী জানান, শিশু ওয়ার্ডে অনেক রোগী। সময়মতো ডাক্তার নার্স পাওয়া যায় না। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার বলেন, এক সপ্তাহ ধরে প্রচন্ড শীত পড়ছে। এ কারণে শিশু-বৃদ্ধরা ঠান্ডা রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। এই ঠান্ডায় শিশুদের প্রতি আলাদাভাবে অভিভাবকদের যত্নশীল হওয়ার অনুরোধ করেন তিনি।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণ শিশু রোগী
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর