নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চরশিমুলপাড়ায় শীতলক্ষ্যা নদী থেকে গতকাল অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছেন কাঁচপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। তার বয়স আনুমানিক ২৮ বছর। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই আবদুল হালিম জানান, শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।