নওগাঁর রাণীনগরে রক্তদহ বিলে ভ্রমণ করতে গিয়ে নৌকাডুবিতে কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল এই দুর্ঘটনা ঘটে। নিহত তামান্না রাণীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে এবং রিফাত নওগাঁ সদরের ভোঁপাড়া চন্ডিপুর গ্রামের হেলালের ছেলে। এ ঘটনায় মিদুল ও দুলালী নামে দুজনকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বিভিন্ন বয়সী ১৩ জন মিলে ছোট দুটি নৌকা নিয়ে রক্তদহ বিল ভ্রমণে যান। দুপুর সাড়ে ১২টার দিকে বিলে তাদের দুটি নৌকাই ডুবে যায়।
এ সময় ৯ জন সাতরে তীরে ওঠে। তাদের চিৎকারে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক আতাউর রহমান বলেন, নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে দুজন মারা গেছেন। বাকিরা হাসপাতালে ভর্তি আছেন।