লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা ও হামলা চালিয়ে ৮ পুলিশকে আহত করার অভিযোগে সদর থানায় মামলা হয়েছে। এতে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ও পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০০-৭০০ জনকে আসামি করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। ৭১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে সদর মডেল থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, ৪ আগস্ট মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্র জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল।
মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। হামলা চালিয়ে ৮ পুলিশ সদস্যকে আহত করে। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হয়। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়।