শিক্ষার গুণগত মানোন্নয়ন ও জবাবদিহি নিশ্চিতকরণে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। গতকাল সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের উদ্যোগে একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রফেসর ড. ফকির রফিকুল আলম, অধ্যাপক ড. আবু মো. ইকবাল রুমি শাহ, অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার হওয়ার মতো যোগ্যতা অনেকেরই আছে।
তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।