কক্সবাজারের চকরিয়ায় গুলি ছুড়ে ঘের থেকে মাছ ও মাছ ধরার সামগ্রী লুট করেছে সন্ত্রাসীরা। উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ঘেরের মালিক মোহছেনা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে চকরিয়া আর্মি ক্যাম্পে অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, মোহছেনার বসতবাড়ি লাগোয়া একটি মাছের খামার রয়েছে। সোমবার রাতে একদল সন্ত্রাসী অতর্কিত ঘেরে ঢুকে শ্রমিকদের মারধর করে অর্ধলাখ টাকার মাছ, মাছ ধরার জাল ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। শ্রমিকদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে ফাঁকা গুলি ছুড়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।