বাগেরহাটে চিতলমারীতে আনোয়ার মোল্লা ওরফে আনো (৪৫) নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামের খালের পাড় থেকে গতকাল তার লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা। শুক্রবার রাতে খুনের ঘটনা ঘটে। আনোয়ার বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা গ্রামের সলেমান মোল্লার ছেলে।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- সজীব শেখ ও সাগর মজুমদার। চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা এস এম আবদুল অদুদ বলেন, পুলিশ আমাদের খবর দেয়। আমরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। চিতলমারী থানার ওসি স্বপন চন্দ্র রায় বলেন, ইজিবাইক চালকের লাশ বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ভাই দেলোয়ার মোল্লা বাদী হয়ে এজাহার দিয়েছেন। আটকদের আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না ক্ষতিয়ে দেখা হচ্ছে।