ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে গতকাল অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আলুর পাইকারী দোকানে পাকা রশিদ ও ক্রয়-বিক্রির মূল্য তালিকা না থাকায় তালুকদার ট্রেডার্সকে ৫ হাজার টাকা, জাহিদের মাংসের দোকানে ১ হাজার টাকা এবং মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সৈনিক মেডিকেল হলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য রুবেল মাহমুদ হৃদয়, জেলা পুলিশের সদস্য, বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।