বালিয়াকান্দিতে আগাম ফুলকপি চাষ করেছেন শত শত কৃষক। গত বছর গাছে ফুল না আসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। এবার ভালো ফলনের আশা করেছিলেন তারা। অতিবৃষ্টির কারণে পচন রোগে আক্রান্ত হয়েছে ফুলকফি খেত। আক্রান্ত গাছের ফুলকপি নষ্ট হতে শুরু করেছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন বালিয়াকান্দির কৃষক। বালিয়াকান্দি কৃষি বিভাগের তথ্যমতে, উপজেলায় ১৬ হাজার ৩৭২ হেক্টর আবাদি জমি রয়েছে। ৩৮৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়। এর মধ্যে ১৮০ হেক্টরে আবাদ হয় ফুলকপি। উপজেলার হাতিমোহন, নটাপাড়া ও গুপ্তলক্ষণদিয়া মাঠে গতকাল দেখা যায়, বেশির ভাগ জমির ফুলকপির কার্ডে (ফুলে) পচন ধরেছে। ফুল প্রথমে বাদামি রঙের গোলাকৃতি দাগ দেখা দেয়। অনেক কার্ডে বড় দাগ তৈরি হয়েছে। ব্যাকটেরিয়ার আক্রমণে কার্ডগুলোতে ধরেছে পচন। অনেক ফুল নষ্ট হয়ে যাচ্ছে। বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ বছর বেশকিছু জমির ফুলকপিতে কার্ড পচন রোগ হয়েছে।