রংপুরের তারাগঞ্জ উপজেলায় ধান খেত থেকে রুপন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগারতলা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে পাশের ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। রুপন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চক বানারশি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের কুর্শা জিগাতলা মাঠে ধান খেতের আলে সকালে স্থানীয় লোকজন ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় লাশের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পায় পুলিশ।
তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) জহুরুল হক বলেন, লাশের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও একটি বিষের বোতল পাওয়া গেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।