নাটোরের গুরুদাসপুরে ডাকাতি করার সময় বাধা দেওয়ায় হারেজ আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী হোলেদা বেগম (৭০)। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৪টার দিকে উপজেলা বৃ-চাপিলা গ্রামে এ ঘটনা ঘটে। হারেজ আলী বৃ-চাপিলা গ্রামে বাসিন্দা। ওই ঘটনায় বৃ-চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী (৩০), ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা (৩২), মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। পরিদর্শক উজ্জ্বল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।