চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় সাকিব নামে এক কিশোরকে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাকলিয়া এক্সেস মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র?্যাব। গ্রেপ্তার করিম নগরীর কালামিয়া বাজার এলাকার মৃত আবদুস শুক্কুরের ছেলে। সাকিব কালামিয়া বাজার এলাকার ফিরোজা বেগমের ছেলে। র্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শরীফ-উল-আলম বলেন, কিশোর সাকিব হত্যা মামলার প্রধান আসামি করিম। গোপন সংবাদের ভিত্তিতে তাকে এক্সেস রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।