ঠাকুরগাঁও : সদর উপজেলা ও বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও আটজন। নিহতরা হলেন- সদর উপজেলার লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল (১৭), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (১৮) এবং বালিয়াডাঙ্গীর কালীবাড়ি গ্রামের মজিবুর রহমানে ছেলে আতাউর রহমান (২৩)।
কুড়িগ্রাম : উলিপুরে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। গতকাল উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রহ্মপুত্র নদের জাহাজের আলগা চরের কাজলী আক্তার (১০) ও জামাল উদ্দিন (৫০)।
ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলায় সোমবার রাতে বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।