কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল এলাকা থেকে দেশি অস্ত্র ও অ্যামুনেশনসহ অস্ত্র নেচারুল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। নেচারুল চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের আবুল হাশেমের ছেলে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক গতকাল জানান, অবৈধ অস্ত্র সরবরাহের জন্য একজন চকরিয়া থেকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাবেন এমন খবর পান তারা। এর ভিত্তিতে র্যাবের একটি দল রবিবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়।