‘অহন বাড়ি গাঙে গেলে ছাওয়াল-মাইয়া নিয়া না খাইয়া মরমু’- পদ্মা নদীপাড়ে বসে এসব বলছিলেন ৮০ বছর বয়সি চান্দু মিস্ত্রি। সম্প্রতি সদর উপজেলার নদীভাঙনকবলিত নর্থচ্যানেল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পদ্মানদীর পাড়ে কথা হয় চান্দু মিস্ত্রির সঙ্গে। তিনি আরও বলেন, গাঙে পাঁচবার বাড়ি ভেঙেছে। বাপ-দাদার ভিডাও গাঙে গ্যাছে, মাইনষের জায়গায় ঘর উডাইয়া রইছি।’ শুধু চান্দু মিস্ত্রিই নন, পদ্মাপাড়ের হাজারো মানুষের এমন আহাজারি চলছে এখন। স্থানীয়রা জানান, পদ্মানদী বেষ্টিত নর্থচ্যানেল ইউনিয়ন। ইউনিয়নটিকে দুভাগে ভাগ করেছে পদ্মা। এর একাংশ ফরিদপুর সদরসংলগ্ন। মাঝে বিশাল পদ্মা। অপরাংশ মানিকগঞ্জ সংলগ্ন। দুই পাশেই ভাঙন চলছে। বিগত দিনে পদ্মার আগ্রাসী ভাঙনে বিলীন হয়েছে অনেক গ্রাম। সম্প্রতি ভাঙনে বিলীন হয়েছে ইমাম আলীর ডাঙী, জলিল সরদারের ডাঙী, আহমদ বেপারীর ডাঙী, শুকুর আলীর ডাঙী, ইউসুফ মাতুব্বরের ডাঙী গ্রাম। নদীতে গ্রাস করেছে চারটি বাজার ও একটি হাট। নদীগর্ভে চলে গেছে কয়েক শ কবর ও কয়েক কিলোমিটার বিদ্যুতের লাইন। প্রতি বছরই পানি বাড়া এবং কমার সময় তীব্র হয় নদীভাঙন। কয়েকদিন ধরে পদ্মার পানি বাড়তে থাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এ ইউনিয়নের এ পাড়ের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এবং অপর পাড়ে ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয়রা আরও জানান, দুই সপ্তাহে নদীভাঙনে বিলীন হয়েছে কয়েক হাজার একর ফসলি জমি, বেশকিছু ঘরবাড়ি ও স্থাপনা। এখন হুমকির মধ্যে রয়েছে- তিনটি হাইস্কুল, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, চারটি আশ্রয় কেন্দ্র, দুটি কমিউনিটি ক্লিনিক, দুটি বড় সেতু, ১২টি কাঁচাপাকা রাস্তা, ২০টি মসজিদ, দুটি দুদরাসা, পাঁচটি কিন্ডারগার্টেন, একটি আদর্শ গ্রাম, একটি গুচ্ছ গ্রাম, আশ্রয়ণ প্রকল্পের বেশকিছু ঘর, একটি ইটভাটা, গবাদিপশুর জন্য তৈরি দুটি মাটির কেল্লা, ৫ শতাধিক বসতবাড়ি ও বিপুল পরিমাণ ফসলি জমি। ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নান্নু চৌধুরী, সরোয়ার হোসেন, মোস্তফা হোসেন, হাসেম মিস্ত্রিসহ কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছে। এ কারণে নদীর গতিপথ পাল্টে গেছে। ফলে এ বছর ভাঙনের তীব্রতা বেড়েছে। পানি কমতে শুরু করলে ভাঙন আরও তীব্র আকার ধারণ করতে পারে। স্থানীয় হাজি আবদুল জালাল, আনোয়ার খাঁ, শফিউদ্দিন, রাহেলা বেগম, জমিলা খাতুন অভিযোগ করে বলেন, প্রতি বছর নদী ভাঙে, কিন্তু দেখার কেউ নেই। ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হচ্ছে শত শত মানুষ। যেভাবে নদীভাঙন চলছে, কয়েক বছরের মধ্যে মানচিত্র থেকে নর্থচ্যানেল ইউনিয়ন হারিয়ে যাবে। নদীতীর ঘেঁষে বালু তোলার কারণেই তারা এমন ভয়াবহ সর্বনাশের শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে প্রশাসন, জনপ্রতিনিধিদের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। বারবার ভাঙনের শিকার হওয়া এসব অসহায় মানুষের মধ্যে প্রচ ক্ষোভের আগুন জ্বললেও প্রভাবশালীদের ভয়ে কিছু বলতে পারেন না। নদীভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটানো মানুষের আর্জি- স্থায়ীভাবে ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে বসতবাড়ি-জমিজমা হারিয়ে বাস্তুচ্যুত হবে হাজারো মানুষ। নর্থচ্যানেল ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, বিভিন্ন সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। শিগগিরই ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা না নিলে পুরো নর্থচানেল ইউনিয়নই বিলীন হয়ে যাবে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ভাঙন এলাকা সরেজমিন দেখেছি। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলা হবে। স্থায়ী বাঁধের বিষয়ে প্রস্তাবনা ঢাকায় পাঠানো হবে।
শিরোনাম
- টি-টোয়েন্টিতে আলো ছড়িয়ে ওয়ানডেতেও ডাক পেলেন সাইফ
- শত্রুমিত্র বোঝা দায়
- রোমাঞ্চকর ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়
- জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে : প্রেস সচিব
- মোহাম্মদপুরে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৪
- সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৮ রান
- ‘বিএনপি সরকার গঠন করলে স্কুলের কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত হবে’
- ডেমরায় ৩১ দফার লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত
- আশুলিয়ায় ৯ লক্ষাধিক টাকাসহ ২৮ জুয়াড়ি আটক
- জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ : মির্জা আব্বাস
- শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- শিশুহত্যার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ মাকে গ্রেপ্তারের দাবি
- গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি : দুদু
- সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- ক্যান্সার আক্রান্ত ছরোয়ারের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের
- প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
- সুনামগঞ্জে ৩১ দফা প্রচারে নৌযাত্রা
- কুড়িগ্রামে ওসি নাজমুল আলম পুনর্বহাল
- চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতিফলক পুনঃনির্মাণ ও বৈঠকখানা উদ্বোধন
প্রকাশ:
০০:০০, রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০২:২৩, রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
/
দেশগ্রাম
ফরিদপুরে ভাঙন
হাজারো মানুষের দীর্ঘশ্বাস পদ্মাপাড়ে
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর