নাটোরের শীর্ষ সন্ত্রাসী কোয়েলের জামিনের তথ্য গোপন না রাখায় জেলা কারাগারের জেলারকে সাবেক এমপি শিমুল পরিচয় দিয়ে পরিবারসহ মেরে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে জেলার শেখ মো. রাসেল গতকাল সদর থানায় জিডি করেছেন। সদর থানার ডিউটি অফিসার সালমা খাতুন জিডির সত্যতা নিশ্চিত করেন। জিডি সূত্রে জানা যায়, গত বুধবার ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নাটোর সদরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল পরিচয় দিয়ে জেলার শেখ মো. রাসেলের সঙ্গে কথা বলেন। জেলারকে বলেন, শীর্ষ সন্ত্রাসী ১০টি মামলার আসামি কোয়েল বৃহস্পতিবার (গতকাল) কুষ্টিয়া কারাগার থেকে জামিনে ছাড়া পাবেন। নাটোর কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছালে তিনি (জেলার) যেন কাউকে না জানান। ওই দিন রাতেও জামিনের বিষয় গোপন রাখতে একই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে অডিও বার্তা পাঠিয়েও হুমকি দেন। নাটোর কারাগারে থাকা কোয়েলকে ১৫ দিন আগে অন্য মামলায় হাজিরা দেওয়ার জন্য কুষ্টিয়া পাঠিয়েছিল কারাগার কর্তৃপক্ষ। জেলার বলেন, হুমকিতে তিনি ভয় পাননি। নিয়মের কারণে এবং পরিবারের কথা বিবেচনা করে থানায় জিডি করেছেন।