রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলী আকতার জাহাঙ্গীর হোসেন তুহিনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মহানগরের কেরামতিয়া জামে মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তুহিন নগরের কেরানীপাড়ার বজলার রহমানের ছেলে। তিনি রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এ দীর্ঘদিন পিপি হিসেবে দায়িত্ব পালন করেন।