গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ঝিলপাড় এলাকার চাঁদনী রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে যাওয়া রাশেদ খান মুন (৪০) গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।