নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে স্বামীসহ শশুর বাড়ির লোকজন রোমানা আক্তার (২৫) নামে এক গৃহবধূর উপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরে উপজেলার বরপা টেকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূ রোমানা আক্তার জানান, তিনি জেলার বন্দর উপজেলার বারপাড়া এলাকার বোরহান উদ্দিনের মেয়ে। গত ৬ বছর আগে রূপগঞ্জ উপজেলার বরপা টেকবাড়ি এলাকার আবু সাঈদ সিকদারের ছেলে জসিম সিকদারের সঙ্গে রোমানা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই পুত্র সন্তান হয়। বিয়ের পর থেকেই স্বামী জসিম উদ্দিনসহ শশুর বাড়ির লোকজন রোমানা আক্তারকে তার বাপের বাড়িতে রেখে দেন।
এদিকে, রোমানা আক্তারকে বিয়ে করার আগেই শিরিনা বেগম নামে আরেক মহিলাকে বিয়ে করেন স্বামী জসিম উদ্দিন। আগের বিয়ের ঘটনা রোমানা জানার পর থেকেই স্বামী জসিম উদ্দিনসহ শশুর বাড়ির লোকজন রোমানার কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে।
দাবিকৃত টাকা না দিলে তার স্বামী ডিভোর্স দেয়ারও হুমকি দেয় বলে রোমানা জানায়।
সন্তানদের ভরণ পোষন ও খোঁজখবর না নেয়ায় আজ দুপুরে বরপা টেকবাড়ি এলাকায় স্বামীর বাড়িতে যান রোমানা। এসময় স্বামী জসিম উদ্দিন অপর স্ত্রী শিরিনাসহ শশুর বাড়ির লোকজন রোমানাকে শারিরিকভাবে নির্যাতন করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ হিমেল-১১