বাগেরহাটের ফকিরহাটে বোমা বিষ্ফোরণে সুমন শেখ (২২) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। আজ বিকালে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের ঘোষপাড়ায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। বিকালে বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান মুঠোফোনে জানান, সোমবার বিকাল পৌনে তিনটার দিকে আট্টাকী গ্রামের ঘোষপাড়ার শেখ আব্দুস সাত্তারের বাড়িতের বিকট শব্দে বোমা বিষ্ফোরিত হয়। বোমা বিষ্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন ও সুমনের পরিবারের সদস্যরা বাড়ির খড়ের গাদার পাশ থেকে তাকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে ছাত্রদলের কর্মী।
ওসি জানান, বোমা তৈরী নাকি বহণ করতে গিয়ে সুমনের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
নিহত সুমন শেখ ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের শেখ আব্দুস সাত্তারের ছেলে। ঘটনার পরপরই পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ হিমেল-১২