নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে নোয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী মাওলানা শহিদুল ইসলামকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম।
আজ সন্ধ্যায় মাইজদী পুরাতন বাস ষ্ট্যান্ডের সামনে 'ইসলামী আন্দোলন বাংলাদেশ'র মনোনীত ঐ মেয়র প্রার্থীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, নির্বাচনী আচরণ বিধি লংঘন করে অতিরিক্ত দলীয় লোকজন নিয়ে গনসংযোগ করা কালে জেলা প্রশাসনের (এনডিসি ) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম তাৎক্ষনিক ঐ প্রার্থীকে ৮ হাজার টাকা জরিমানা করেন ।
বিডি প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ হিমেল-১৪