চট্টগ্রামের বহুল আলোচিত বাঁশখালীর গণ্ডামারার সেই লিয়াকত আলীর বাবা দুদু মিয়াকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার হয়েছে। লিয়াকত আলী বসতভিটা রক্ষা কমিটির আহবায়ক ও বিএনপি নেতা।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে গণ্ডামারা গ্রামের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভিযানে আড়াই শতাধিক পুলিশ অংশ নিয়েছে। লেয়াকতের বাড়িতে তল্লাশির সময় তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গতঃ বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন নিহত হওয়ার পর ৯ মে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা লিয়াকত আলীকে দায়ী করে প্রতিবেদন দিয়েছিল জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মমিনুর রশিদের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটির দেওয়া পাঁচ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে প্রকল্পটি বাস্তবায়নে বিভ্রান্তি দুর, জনগণ ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করার সুপারিশ করেছে। গত ৪ এপ্রিল বাঁশখালী উপজেলার গণ্ডমারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধীতা নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে চারজন নিহত হয়। আহত হয় পুলিশসহ কমপক্ষে ত্রিশজন। চীনের সহায়তায় চট্টগ্রামের ব্যাবসায়িক গ্রুপ এস আলম কেন্দ্রটি নির্মাণ করছে। ইতিমধ্যে কেন্দ্র নির্মাণের জন্য জায়গা ক্রয় করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন