বগুড়ায় অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের কয়েকশ যাত্রী। সন্ধা ৬টা ৪৫ মিনিটের দিকে বগুড়া শান্তাহার থেকে ১৯ লালমনিরহাটগামী মেল ট্রেনটি আসছিল বগুড়ার দিকে।
সন্ধা ৬ টা ২৫ মিনিটের সময় ঝড়ো বৃষ্টি শুরু হয় তীব্র গতিতে। ১১২ কিলোমিটার গতিতে ঝড়ে রেল লাইনের আসেপাশে গাছ ভেঙ্গে পড়ে লাইনের উপর। কাহালুর শিতলাই নামক স্থানে গাছ রেল লাইনের উপর পড়ে থাকতে দেখে গ্রামবাসী দৌঁড়ে চলে আসে। শান্তাহার থেকে বগুড়াগামী ওই মেল ট্রেনটিকে থামানের জন্য চেষ্টা করে তারা। ট্রেনের চালক ট্রেনটি থামানোর চেষ্টা করলেও দ্রুতগতিতে থাকায় ট্রেনটি থামাতে থামাতে কয়েকটি গাছের উপর দিয়ে চলে যায়। তারপর ট্রেনটি থেমে যায়। এ ভাবেই রক্ষা পেল প্রায় চার শ' জন যাত্রীর প্রাণ।
শিতলাই গ্রামের আব্দুর রহিম, কাদের, হান্নান জানান, লাইনের উপর গাছ পড়া দেখে আমরা ট্রেন থামানোর জন্য বাশেঁর লাঠিতে কাপড় বেঁধে সিগন্যাল দেই। সেই সিগনালের কারণে ড্রাইভার ট্রেনটি থামায়। এর আগে একটি গাছের উপর দিয়ে ট্রেনটি চলে এসে থেমে যায়।
বগুড়ার স্টেশন মাষ্টার বেনজুরুল ইসলাম জানান, চালক বলেছে, কোন সিগন্যাল বুঝতে পারেনি। তবুও সামনে লাইনে কোন একটা কিছু আছে এমনটি ভেবেই ব্রেক করেছি। পরে গ্রামবাসী গাছগুলো কাটারপর রাত ৮টা ১৮ মিনিটে বগুড়া স্টেশনে এসে পৌঁছেছি। ট্রেনটি শান্তাহার থেকে ৪টা ১০মিনিটে রওনা হয়ে ৫টা ৩০মিনিটে বগুড়ায় আসার কথা। কিন্তু বিলম্ব হওয়ায় আসতে পারেনি। ওই ট্রেনের ৮টি বগিতে প্রায় ৪শ জন যাত্রী ছিল।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন