নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চৌকিধারা গ্রামে সোহেল রানা (৯) নামের এক স্কুল ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আজ বিকালে একই গ্রামে সোহেলের নানা ফজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
সোহেল রানা উপজেলার চৌকিধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে মোজাফরপুর ইউনিয়নের তেলীপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে।
কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন জানান, সোহেলের বাবা ও মা উভয়েই পোশাক কর্মী হওয়ায় তারা ঢাকায় থাকেন। তাই সোহেল তারা নানা চৌকিধারা গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে থাকতেন। আজ বিকালের দিকে পল্লী বিদ্যুতের সংযোগ থেকে ফজলুল হকের টিনের বসতঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়।
একপর্যায়ে সোহেল বিদ্যুতায়িত ঘরের বেড়ার স্পর্শে ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরো জানান, পরিবারের আবেদনে ময়না তদন্ত ছাড়াই সোহেলের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ হিমেল-১৭