বরিশাল জেলার উজিরপুরে ফাতিমা বেগম (৯৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ফাতিমা বেগম ওই গ্রামের সেরাজ উদ্দিন দফাদারের স্ত্রী।
পুলিশের দাবি, লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ফলে প্রাথমিকভাবে ধারণা করছেন এটি হত্যাকাণ্ড।
নিহত ফাতিমা বেগমের ছেলে নেছার উদ্দিন দফাদার জানান, তিনি তার স্ত্রীকে নিয়ে কৃষি বিভাগের একটি প্রশিক্ষণের জন্য বাইরে ছিলেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ঘরে ঢুকে পিছনের খাটে তার মাকে শোয়া অবস্থায় দেখেন। এসময় ডাক দিলে সাড়া না দেয়াতে কাছে গিয়ে শরীরে বিভিন্ন স্থানে রক্ত দেখতে পান।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ মে ১৬/ সালাহ উদ্দীন