কুমিল্লার চৌদ্দগ্রামে কভার্ডভ্যান, পিকআপ ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ৩ নিহত ও ২ জন আহত হয়েছেন। আজ সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকাল ৬টার দিকে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান, চট্টগ্রামমুখী একটি পিকআপ ও শ্রমিকবাহী একটি ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে কাভার্ডভ্যান ও পিকআপের সামনের অংশ ধমুড় মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপের চালকসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই আবদুল খালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ হিমেল-০৯