গাইবান্ধার সাদুল্যাপুরে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হন দোলন। সোমবার রাত ১১টার দিকে ইউএনও’র নির্দেশের পরেই বিয়ে বাড়িতে থাকা বরযাত্রী, কনের আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন বিয়ে বন্ধ করে দ্রুত চলে যান।
জানা যায়, উপজেলার কিশামত খেজু (সমিতির বাজার) গ্রামের শফিকুল ইসলামের মেয়ে কিশামত খেজু জিএমবি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী পারভিনের (১৩) পাশবর্তী গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়।
সোমবার সন্ধ্যার পর বরযাত্রীও এসে হাজির হয় মেয়ের বাড়িতে। ঠিক তখনেই বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হন দোলন ইউনিয়নের কাজী, সাব-কাজী, মাদ্রাসার সুপার, ইমামকে দ্রুত বিয়ে বন্ধ করতে নির্দেশ দেন। ইউএনওর নির্দেশ পেয়ে দ্রুত বরযাত্রী ও বিয়েতে আসা আমন্ত্রিত অতিথিরা বিয়ে বাড়ি ত্যাগ করেন।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাল্যবিয়ের খবর পেয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে এ বিয়ে বন্ধ করা হয়। তারপরেও ওই ছাত্রীকে বিয়ে দেওয়া হলে কাজী, ইমাম, বাবা-মা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাল্যবিয়ে নিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ হিমেল-১০