মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় কানু দেব নাথ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাতে উপজেলার ভূনবীর ইউনিয়নে গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বাঁশ বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি আরোহী কানু দেব নাথ মারা যান।
নিহত কানু গন্ধর্বপুর গ্রামের মৃত রমেশ দেবনাথের ছেলে। পুলিশ ঐ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ হিমেল-১১