লালমনিরহাটের আদিতমারি উপজেলার পলাশি ইউনিয়নের টেপা পলাশি গ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে।
সোমবার গভীর রাতে এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্র জানায়, আদিতমারি উপজেলার পলাশি ইউপির টেপা পলাশি গ্রামের আব্দুল রশিদ ও তার ভাই আব্দুল মজিদের মধ্যে একটি বিবাহ নিয়ে গত দুই দিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে।
এক পর্যায়ে ঝগড়া সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষের সময় আব্দুল মজিদ ও তার ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে আব্দুল রশিদের ছেলে আলিমুলকে (২৬)। এসময় আলিমুলকে রক্ষা করতে এগিয়ে এলে রশিদ ও তার অপর ছেলে রায়হানকে মজিদ গং কুপিয়ে আহত করে।
পরে এলাকাবাসী ছুটে এসে মজিদ ও রায়হানকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার আরো অবনতি হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আদিতমারি থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ হিমেল-১২