বান্দরবানের নাইক্ষ্যছড়ি উপজেলার ভদন্ত উ গান্দা ভিক্ষুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৌদ্ধ বিহারের ভিক্ষু ও দায়িকদায়ীকারা।
মঙ্গলবার সকাল ৯টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদান ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভিক্ষু এসোসিয়েশন’র খাগড়াছড়ির সাধারণ সম্পাদক ভদন্ত প্রজ্ঞা বংশ মহাথের, উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, মারমা ঐক্য পরিষদেও সভাপতি কংজারী মাষ্টার, জুম্ম শরনার্থী কল্যান সমিতির সভাপতি সন্তো ষীত চাকমা বকুল, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ূয়া ও পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত অগ্রজ্যোতি মহাথের, পেড়াছড়া ইউপি চেয়ারম্যান নয়নজ্যোতি ত্রিপুরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে ৫ দফা দাবি সম্মলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে।
মানববন্ধনে জেলা সদর ও জেলা সদরের বাইরের বৌদ্ধ বিহারের ভিক্ষুগণ ও দায়িকদায়ীকাগণ বিভিন্ন প্লেকার্ড নিয়ে অংশ নেন।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৬/মাহবুব