রাজশাহীর তানোরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোনো এক সময় উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের হারদো সেলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মুক্তার হোসেন (৩০)। তিনি ওই গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।
মঙ্গলবার সকালে স্থানীয় একটি ঈদগাহের পাশে আমবাগানের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘নিহত যুবকের পিঠে ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত আছে। কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।’ তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।
বিডি-প্রতিদিন/ ১৭ মে ১৬/ সালাহ উদ্দীন