মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে অজ্ঞাত পুরুষ (৪০) এবং ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নে রোকসানা বেগম (৩৫) নামে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত রোকসানা বেগম বালিগ্রাম ইউনিয়নে ঘুনিয়াকুল গ্রামের জয়নাল ঢালীর স্ত্রী।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, মধ্য রাতে খবর পেয়ে ডাসার থানা পুলিশ রাতের আধারে ইরিক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার করে।
পরবর্তীতে সদর থানা পুলিশ সকালে ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারের উত্তর পাশে ঝোপ থেকে আরও একজনের লাশ উদ্ধার করে। ঘটনাটি কে বা কারা ঘটিছে এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে লাশ তদন্ত করার জন্য সদর থানার মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মে ১৬/ সালাহ উদ্দীন