ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় র্যাব সোমবার রাতে অভিযান চালিয়ে হরিণের চামড়া ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে।
তারা হলেন ব্যাপারী পাড়া এলাকার চতুর আলীর ছেলে কোরবান আলী (৪১), তার স্ত্রী আমেনা খাতুন (৩৬) ও শরিফুল ইসলামের ছেলে মামুনুর রশিদ (২৬)।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. মনির আহমেদ জানান, রাতে শহরের ব্যাপারী পাড়ায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে এবং হরিণের চামড়া পাচার করছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি হরিণের চামড়া, ৪ লাখ ৩ হাজার ৫৩০ টাকা, ১৬টি মোবাইল, একটি ক্যামেরা, হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ মে ১৬/ সালাহ উদ্দীন