মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর বাজারের আনারননেছা টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী’র বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন।
আনারননেছা টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম শাহজাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায়, রমজানপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ইউনুস আলী বেপারী ও মজিবুর রহমান বেপারী।
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ হিমেল-২১