মেহেরপুর তেরঘরিয়া বেজন বিলে সোয়া ৩ লাখ উন্নত জাতের মনোসেক্স মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে তেরঘরিয়া বিল পাড়া মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেজবাইল হক অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেরঘোরিয়া বিল পাড়া মৎসজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মোঃ সাজেদুর, আয়নাল, আহাসানুল, জামসের প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৭ মে ১৬/ সালাহ উদ্দীন