সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে হেরে গিয়ে বিএনপি এখন সরকার উৎখাতে চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করা রাজনীতির চরম দেউলিয়াপনার প্রকাশ। এসব কর্মকাণ্ড যারা করে তাদের দেশপ্রেমটাই প্রশ্নবিদ্ধ।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের রেলওয়ে ওভারপাসের ২ লেন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, যানবাহন ও যাত্রীদের নিরচ্ছিন্ন চলাচলের স্বার্থে রমজানের আগেই মহাসড়কের দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনের গড়ে ২০ শতাংশ কাজ বাকী আছে, বিভিন্ন স্থানে ফিনিশিংয়ের কাজ চলছে। বৃষ্টির কারণে ফোরলেনের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী এ সড়কের উদ্বোধন করবেন।
এসময় অন্যান্যের মধ্যে ফোরলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, সওজ কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবিব, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, ফোরলেন প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ারসহ ফোরলেন ও সওজ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৭ মে ১৬/ সালাহ উদ্দীন