ধানের ন্যায্য মূল্যের দাবিতে ঠাকুরগাঁও সদর উপজেলা খোচাঁবাড়ি বাজারে রাস্তায় ধান ফেলে সড়ক অবোরধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কৃষকেরা।
মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর ও বেগুনবাড়ী এলাকাবাসীর ব্যানারে শতাধিক কৃষক এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার নিজেদের কৃষি ও কৃষকবান্ধব সরকার বলে দাবি করলেও কৃষকের জন্য কিছুই করছেন না। কৃষকের ঘামের ফসল বিদেশে রফতানির করে সরকার বাহবা নিতে চায়। অথচ কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে পারছেন না।
তারা আরও বলেন, ধানের দাম নেই। এক বস্তা ধান বিক্রয় করে এক কেজি মাংস কিনতে পারি না। এভাবে ধানের দাম কমতে থাকলে কৃষকের আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। এজন্য কৃষক বাঁচাতে তারা সরকারের কাছে ধানের দাম বৃদ্ধির অনুরোধ করেন।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৬/মাহবুব